লুৎফুর রহমানের মাগফিরাত কামনায় গোলাপগঞ্জে দোয়া

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২১
১১:১১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
১১:১১ অপরাহ্ন



লুৎফুর রহমানের মাগফিরাত কামনায় গোলাপগঞ্জে দোয়া

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদের সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট লুৎফুর রহমানের রুহের মাগফেরাত কামনায় গোলাপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের ৩ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ সেপ্টেম্বর) বাদ আছর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হানিফ খান, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফরিদ উদ্দিন ইরান, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, পৌর আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন, ইসতিয়াক আহমদ সুমন ও নাদিম মাহমুদ সিপলু। দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়ারিছ উদ্দিন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরের নয়াসড়কস্থ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এফএম/আরআর-০২