নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৪, ২০২১
০৮:৩৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০৫:৫৫ অপরাহ্ন
সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির আহমেদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এক ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হাউজিং এস্টেটের ৫নং লেনের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির আহমেদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গোয়ালগাওয়ের মৃত আশিক মিয়ার ছেলে। তিনি নগরের মিরাবাজারের করেরপাড়া এলাকায় বাস করতেন। একই মোটরসাইকেলে থাকা আলী হোসেন রাজু (৩০) আহত হন। তিনি সুনামগঞ্জ জগন্নাথপুর ভবানীপাড়া ইউনিয়নের মৃত সৈয়দ আরজু মিয়ার ছেলে। আলী হোসেন রাজু (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরের হাউজিং এস্টেট এলাকার ১নং সড়ক থেকে একটি প্রাইভেট কার ৫নং লেনে ঢুকছিল। এসময় ৫নং লেনের ভেতর থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। এতের মধ্যে চালকের আসনে থাকা সাব্বির গুরুতর আহত হন। আহত দুই জনকে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক বাবুল সিলেট মিররকে বলেন, ‘পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। আম্বরখানা ফাঁড়ি ইনচার্জ মফিজুর রহমান ঘটনার তদন্ত করছেন। তদন্ত প্রক্রিয়া শেষে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরসি-০৭