মহালয়া উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৪, ২০২১
০৫:১১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০৫:১১ পূর্বাহ্ন



মহালয়া উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

মহালয়া উদযাপন পরিষদের সভা শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়। 

পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সহ-সভাপতি লেখক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মহালয়ার প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। 

সভায় স্বাগত বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাপেক্সিয়ান চন্দন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পরিষদের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সহ-সভাপতি অধ্যাপক অনবীর রায়, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, নিধীর রঞ্জন সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সম্পাদক উত্তম ঘোষ, অসিত কুমার সূত্রধর, হারাধন দেব প্রভাষ, সহ-সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, সহ কোষাধ্যক্ষ অখিল সরকার, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ-সাংস্কৃতিক সম্পাদক পরাগ রেণু দেব তমা, সীমা রাণী সরকার, কার্য্যকরী সদস্য মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সহ প্রচার সম্পাদক রনি চন্দ্র শীল, কার্যকরী সদস্য ধনেশ দেব, সুশান্ত বণিক, হিমাংশু লাল গুণ, নিলয় সূত্রধর প্রমুখ। 

সভায় আগামী ৬ ও ৮ অক্টোবর দিনব্যাপী মহালয়ার অনুষ্ঠানমালা সংক্ষিপ্ত পরিসরে আর্তপীড়িত মানবতার সেবা কার্যক্রমকে প্রাধান্য দিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়। পরিষদের পরবর্তী ভার্চুয়াল সভা আগামী ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।  

আরসি-০৩