গোলাপগঞ্জে প্রেমের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে প্রেমের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

গোলাপগঞ্জে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ছলমান আলী (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৬ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের মরহুম তফই আলীর ছেলে আসাদ আলীর (২৩) সঙ্গে একই এলাকার এক তরুণীর (১৮) প্রেম ছিল। এ নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য বৃহস্পতিবার রাতে উভয়পক্ষ বৈঠকে বসলে সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন বৃদ্ধ ছলমান আলী। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতদের গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএ-১৯