জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৩, ২০২১
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
০৮:১৭ অপরাহ্ন



জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি,  জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ স্বক্ষরিত এক শোকবার্তায় তারা বলেন, এডভোকেট লুৎফুর রহমানের ইন্তেকাল সিলেটের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জল অধ্যায়ের অবসান হয়ে গেলো। তিনি ছিলেন রাজনৈতিক অভিভাবক তুল্য। সিলেটে আওয়ামী লীগকে সংগঠিত ও শক্তিশালী করতে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা কখনো পূরণ হবার নয়।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও শোক প্রকাশ করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু প্রমুখ।

এফ এম/বি এন-০১