লুৎফুর রহমানের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৩, ২০২১
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
০২:০২ পূর্বাহ্ন



লুৎফুর রহমানের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য এবং বাংলাদেশ সরকারের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।

প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ওসমানীনগরের কৃতী সন্তান, অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

বিবৃতিদাতারা হলেন- প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস. জামান ফরহাদ, নির্বাহী সদস্য এফ এম আলী ফয়েজ, জুবেল আহমদ সেকেল, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, সিতু সূত্রধর, নূরুল ইসলাম রাফি প্রমুখ।


ইউডি/আরআর-১০