সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০২, ২০২১
১১:৫৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:৫৭ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সফল শিক্ষামন্ত্রী, সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যু সংবাদ শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শোক বার্তায় তিনি বলেন, সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান ছিলেন আমাদের অভিভাবক। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী ছিলেন।
নাহিদ মো. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএ-১২