শাবির লালমনিরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

শাবি প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২১
১১:৪৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:৫০ অপরাহ্ন



শাবির লালমনিরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

সভাপতি ও সাধারণ সম্পাদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যায়নরত লালমনিরহাটের শিক্ষার্থীদের সংগঠন লালমনিরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আছিয়া আক্তার খেয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে সিইপি বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গণিত বিভাগের তামান্না ফেরদৌস রিচি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের মনিষা মাহফুজা, সহ-সম্পাদক পিএমই বিভাগের রিয়াদুস সালেহীন, সাংগঠনিক সম্পাদক সিএসই বিভাগের জুহায়ের আনজুম ফুয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের শরিফ আহমেদ, অর্থ-সম্পাদক আমিনাল আমিন আদি এবং প্রচার-সম্পাদক রুদ্র বিরল রাও।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের লেকচারার মো. নাজমুল কবির শাকিল এবং প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম (জুয়েল)।

নবনির্বাচিত কমিটির সভাপতি আছিয়া আক্তার বিজ্ঞপ্তিতে বলেন, বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাট জেলাবাসী শিক্ষার্থীদের সংগঠিত করে সকলের মাঝে একটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাই এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত বার্ষিক কাউন্সিল সভায় নতুন কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি এ এস এম সায়েম এবং সদ্যবিদায়ী সাধারণ-সম্পাদক কামরুল রেজা অপু।


এইচএন/আরআর-০৫