নগরের নয়াসড়ক এলাকা থেকে তরুণের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০২, ২০২১
১১:২৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:২৭ অপরাহ্ন



নগরের নয়াসড়ক এলাকা থেকে তরুণের লাশ উদ্ধার

সিলেট নগরের নয়াসড়ক এলাকার নিজ বাসা থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণ আমিন (২২) নয়াসড়ক এলাকার রোজ টাওয়ারের ৪র্থ তলার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।

তিনি সিলেট মিররকে বলেন, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তার লাশ নিচে নামান। পরে তারা পুলিশকে খবর দেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আমিন এক তরুণীকে পছন্দ করতেন। তবে ওই তরুণী তাকে শুধু বন্ধু ভাবতেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে আমিন আত্মহত্যা করে থাকতে পারেন।

বিএ-০৮