সিলেটে দুই রোহিঙ্গা শিশু আটক

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০২, ২০২১
১১:১৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:১৮ অপরাহ্ন



সিলেটে দুই রোহিঙ্গা শিশু আটক

সিলেট নগরের নাইওরপুল এলাকা থেকে দুই রোহিঙ্গা শিশুকে আটক করেছে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় তাদেরকে আটক করা হয়।

নাইওরপুল এলাকায় ওই দুই শিশুকে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। বর্তমানে দুই শিশু কোতোয়ালী থানায় রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা শিশু আটক করি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়। এসময় আদালত শিশু দু'টিকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য নির্দেশ দেন। আমরা শিশু দু'টিকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছি।

বিএ-০৭