সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০২, ২০২১
১১:১৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:১৩ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণপরিষদ সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
এক শোকাবার্তায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযা আগামীকাল বিকাল আড়াইটায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
বিএ-০৬