সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০২, ২০২১
১১:০৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:০৫ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শোক বার্তায় সিসিক মেয়র বলেন, গণপরিষদ সদস্য, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষিয়ান জননেতা লুৎফুর রহমান রহমান অ্যাডভোকেট –এর মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়েছে।
শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায়ধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।
বর্ষিয়ান রাজনীতিবীদ, জনপ্রতিনিধি মো. লুৎফুর রহমান অ্যাডভোকেট -এর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।
বিএ-০৪