জমির দলিল ও টাকা ছিনতাই, অভিযুক্ত কিশোর গ্যাং

জকিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২১
১০:৩১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
০৯:৫৬ অপরাহ্ন



জমির দলিল ও টাকা ছিনতাই, অভিযুক্ত কিশোর গ্যাং

সিলেটের জকিগঞ্জে দিনে-দুপুরে অভিনব কায়দায় হামলা চালিয়ে স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদের কাছ থেকে নগদ টাকা ও দলিল ছিনতাই করেছে একটি কিশোর গ্যাং।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস এলাকায়। এ ঘটনায় জাহাঙ্গীর সাহেদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদ জমির দলিল জটিলতা নিয়ে কথা বলতে ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র উত্তোলন করতে দলিল ও খরচের নগদ ৫০ হাজার টাকা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের একজন মুহুরীর কাছে যান। সাব-রেজিস্ট্রি অফিসে কাজ শেষ করে বের হয়ে আসার পর ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ঘিরে রেখে ধারালো চাকু দেখিয়ে ধস্তাধস্তি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও জমির দলিলের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ওত পেতে থাকা ১৪/১৫ জনের একটি কিশোর গ্যাং হঠাৎ করেই জাহাঙ্গীর সাহেদের মোটরসাইকেলের গতিরোধ করে অভিনব কায়দায় ধারালো চাকু দেখিয়ে নগদ টাকা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে গেছে। সম্প্রতি পৌর এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। মাদক সেবন করে অনেকের সঙ্গেই উশৃঙ্খল আচরণ করে তারা। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


ওএফ/আরআর-০২