বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান

বিশ্বনাথ প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২১
১০:১৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১০:১৬ অপরাহ্ন



বিশ্বনাথে সড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান

সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর, বিশ্বনাথ-বৈরাগী-সিঙ্গেরকাছ ও বিশ্বনাথ-মাছুখালি-পীরেরবাজার সড়কসহ উপজেলার বিভিন্ন ভাঙা সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বাসিয়া সেতুর দক্ষিণ মুখে ৩টি সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে এ কর্মসূচি পালন করে বিশ্বনাথ সচেতন সমাজ কল্যাণ সংস্থা। এ সময় ৩টি সংযোগ সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ কর্মসূচিতে নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেয় মানবতার ঘর সিংগের কাছ ও মানবসেবা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। এ সময় উপজেলার সকল ভাঙা সড়ক দ্রুত সংস্কার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

বিশ্বনাথ সচেতন সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, সংগঠক বিভাংশু গুণ বিভু, সিরাজুল ইসলাম, রওনক আহমদ এনাম, বিভাস দে, আমিনুল ইসলাম, মঈন উদ্দিন, ইকবাল আহমদ, হাবিব রহমান ও নজরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন, মানবতার ঘর সংগঠনের সদস্য শাহাব উদ্দিন নাজেল, আমিনুল ইসলাম, শাকিল আহমদ, আলিম উদ্দিন, হাবিব রহমান, মানবসেবা ফাউন্ডেশনের সদস্য কামরুল ইসলাম সাব্বির, লিমন আহমদ, সাজন আহমদ, বাদশা মিয়া, সিদ্দেক মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুকমান মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।


এমএ/আরআর-০১