সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০২, ২০২১
০৯:২০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১০:০৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক)অন্তর্ভুক্তির গেজেট প্রকাশ করা হয়েছে। এরআগে এরিয়া নির্ধারণ হলেও পরিশেষে তা গেজেট আকারে প্রকাশ হয়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, 'শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের প্রচেষ্টার ফলে শাবিপ্রবি সিসিকের অন্তর্ভুক্ত হয়। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আশাকরি সামনে এটি আমাদের জন্য সুফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, 'আমরা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট মেরামত, লাইটিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি। অনেক উন্নয়নমূলক কাজ আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট দিয়ে করা সম্ভব হয় না। তবে সিসিকের বাজেট অনেক বড়। তাই আমাদের উন্নয়ন কাজগুলো আরও টেকসইভাবে করতে সিসিকের সহযোগিতা পাব। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজগুলোকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।'
এইচ এন/বি এন-১২