শাবিপ্রবির নতুন প্রক্টর হলেন সহযোগী অধ্যাপক আলমগীর কবির

শাবি প্রতিনিধি


সেপ্টেম্বর ০২, ২০২১
০৬:২১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন



শাবিপ্রবির নতুন প্রক্টর হলেন সহযোগী অধ্যাপক আলমগীর কবির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন।

রেজিস্ট্রার বলেন, 'গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবিরকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ হতে তিনি তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।’ 

নিজের অনুভূতি ব্যক্ত আলমগীর কবির বলেন, ‘উপাচার্য স্যার আমাকে যে মহান দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করব। শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব, তাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এইচ এন/বি এন-০3