জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অ্যাডভোকেট লুৎফুর রহমান

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০২, ২০২১
০৭:১৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০৬:২৯ অপরাহ্ন



জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অ্যাডভোকেট লুৎফুর রহমান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান জীবন মৃত্যুর সন্ধীক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা শঙ্কটাপন্ন।

বুধবার রাত সাড়ে ১১টা থেকে তাঁকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বিষয়টি রাতে সিলেট মিররকে নিশ্চিত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ।

হাসপাতালে রোগীর পাশে থাকা সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা শঙ্কটাপন্ন। তাই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। লুৎফুর রহমানের সুস্থতার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। 

আরসি-০৫