শাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২১
০৫:১৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০৬:১৫ অপরাহ্ন
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও আপগ্রেডেশনকে যুগোপযোগী করে নীতিমালা প্রণয়ন করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি)উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সদস্য পদে মনোনীত হয়েছেন।
এতে উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আইন সম্পাদক ও শাবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানান অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিন বলেন, উক্ত কমিটিতে শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্যারকে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করি স্যারের সহযোগিতায় বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দীর্ঘ দিনের যৌক্তিক দাবীগুলো পুরন হবে এবং বিভিন্ন অসংগতি দূর হবে। যেহেতু মাননীয় উপাচার্য মহোদয় কর্মকর্তা বান্ধব সেহেতু স্যারের সুযোগ্য নেতৃত্বে আমাদের কর্মকর্তাদের বিভিন্ন জটিলতার অবসান ঘটবে।
এইচএন/বি এন/আরসি-০২