শাবির ল্যাবে বেড়েছে শনাক্তের সংখ্যা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
০৪:১২ পূর্বাহ্ন



শাবির ল্যাবে বেড়েছে শনাক্তের সংখ্যা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে আজ আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (১ সেপ্টেম্বর) ল্যাবটিতে ২৮২টি নমুনা পরীক্ষায় তাদের  করোনা শনাক্ত হয়। এর আগে গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) ল্যাবটিতে করোনা পরীক্ষা হয়নি, তবে রবিবার (২৯ আগস্ট) ৫০ জন এবং সোমবার (৩০ আগস্ট) ৩৭ জনের করোনা শনাক্ত হয়ে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাব ইনচার্জ নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ২৮২টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন, সুনামগঞ্জ জেলার ২৩ জন, হবিগঞ্জ জেলার ২০ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন বলেও জানান তিনি।

বিএ-১০