সিলেট বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্ট ল্যাব স্থাপনের দাবি প্রবাসীদের

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন



সিলেট বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্ট ল্যাব স্থাপনের দাবি প্রবাসীদের
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সিলেটসহ দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত র‌্যাপিড পিসিআর টেস্ট ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। 

বুধবার (১ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীদের সংগঠন প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যন আহমেদ রিয়াজ। এর আগে গত ২২ আগস্ট একই দাবিতে সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন করে সংগঠনটি।

লিখিত বক্তব্যে আহমেদ রিয়াজ বলেন, আমরা মানববন্ধন করার পর গণমাধ্যমের কল্যাণে বিষয়টি সরকারের নজরে আসে। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি অবগত হওয়ার পর একমাসের মতো সময় লাগতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তার এমন বক্তব্যে আমরা হতাশ হয়েছি এবং দুঃশ্চিন্তায় রয়েছি।

তিনি বলেন, ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের ওপর থেকে সবধরণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এমন অবস্থায় দ্রুত র‌্যাপিড পিসিআর টেস্টের ল্যাব স্থাপন করলে আমরা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাবো। অন্যথায় হাজার হাজার আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা চাকরি হারা, ভিসা হারা হয়ে চরম বিপদের সম্মুখীন হবে।

তিনি জানান, ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার ৪টি দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের পর এক সপ্তাহের মধ্যে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করেছে। সেই সব দেশের আটকে পড়া সকল ভিসাধারী প্রবাসী ও ভ্রমণ ভিসায় হাজার হাজার লোক আরব আমিরাতে প্রবেশ করছে।

কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেস্টের কোন ব্যবস্থা না থাকায় আটকে পড়া ও ভ্রমণ ভিসায় কোন বাংলাদেশি আরব আমিরাতে প্রবেশ করতে পারছেন না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসছে অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক্সপো-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ সরকার একটি প্যাভিলিয়ান ভাড়া নিয়েছে। ২২ কোটি ব্যয়ে সেই প্যাভিলিয়ানে বঙ্গবন্ধু কর্ণানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও অপ্রতিরোধ্য বাংলাদেশকে তোলে ধরতে প্যাভিলিয়নের কাজ এগিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সরকারও বাংলাদেশের জন্য তাদের দেশে প্রবেশ উন্মোক্ত করেছে। এখন যদি দ্রæতগতিতে আমাদের দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করা না যায় তাহলে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বিরাট ক্ষতির সম্মুখীন হবে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন থেকে বাংলাদেশীদের জন্য আরব আমিরাতের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে। এখন আটকে পড়া প্রবাসীরা যদি যথা সময়ে ফিরে যেতে না পারেন তা হলে সেই সব কর্মসংস্থানের জায়গা দখল করে নেবে এশিয়ার অন্যান্য দেশগুলোর প্রবাসীরা।

আটকেপড়া সব প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের ৩টি আন্তর্জাতিক বিমান বন্দরে দ্রুত রেপিড পিসিআর ল্যাব স্থাপন করারও দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাম মস্তফা, ইশতিয়াক আহমদ, আব্দুল মুহিত, এম ফেরদৌস, আব্দুল বাসিত, কয়েছ আহমদ, বদরুল হোসেন রিয়াজ প্রমুখ।

বিএ-০৯