গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০২, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১২:০৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমামগণের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর হোসেন, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা কামরুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আজাদ, হাফিজ ইসফাতুর রহমান, শিক্ষক মিছবাহ উদ্দিন, কামাল আহমদ প্রমুখ।
এফএম/আরআর-০৬