বালাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০১, ২০২১
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
১১:৫৫ অপরাহ্ন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বালাগঞ্জে শেষ নির্বাচনী জনসভা বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মঞ্চে আসন গ্রহণের পর সভাস্থলের পরিবেশ শান্ত ছিল। কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উঠতেই নেতাকর্মীরা আর শৃঙ্খলা ধরে রাখতে পারেননি। শুরু হয় ফটোসেশন ও সেলফি তোলা। জটলা বেঁধে মোবাইলে চিত্রগ্রাহক ও লাইভ সম্প্রচারকারীরা মঞ্চের সামনের অংশ জুড়ে রাখেন। ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতাকর্মী, লাইভ সম্প্রচারকারী ও ফটোসেশনে ব্যস্তরা সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এতে নির্বিঘ্নে ছবি তোলা ও ভিডিও ধারণ করতে না পেরে সাংবাদিকরা বিব্রতবোধ করেন। বক্তব্য চলাকালে স্লোগান দেওয়ায় আওয়ামী লীগের নেতারাও বিরক্ত হন।
উপজেলা ছাত্রলীগের দায়িত্বশীলরা অনেক চেষ্টা করেও শৃঙ্খলা বজায় রাখতে পারেননি। ফলে বিশৃঙ্খলভাবেই সন্ধ্যার দিকে শেষ হয় নির্বাচনী এ জনসভা।
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েলের সভাপতিত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আমি ছাত্রলীগের ভাইদের বলছি, আপনারা ভোট দিয়ে হাবিবুর রহমান হাবিব ভাইকে নির্বাচিত করুন। তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী আপনাদের এলাকার উন্নয়ন করবেন। জনসভায় এত লোকজনের উপস্থিতি দেখে আমি সত্যিই অভিভূত। এতে হাবিব ভাইয়ের জনপ্রয়িতা প্রমাণিত হয়েছে।
বক্তব্য চলাকালে স্লোগান দেওয়ায় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের থামান। তাদেরকে সুন্দরভাবে এক সঙ্গে স্লোগান দিতে বলেন।
জনসভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। বালাগঞ্জের মানুষ উন্নয়ন চান। এই এলাকায় উন্নয়নের অনেক চাহিদা রয়েছে। কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন হবে।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এবং সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া।
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ আয়োজিত এ জনসভায় বিকেল থেকেই মানুষের ঢল নামে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে 'নৌকা-নৌকা, হাবিব ভাই-হাবিব ভাই' স্লোগান তুলে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হন। মুহূর্তেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চবিদ্যালয়ের মাঠ। জনসভায় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/আরআর-০৪