সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০১, ২০২১
০৪:২৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
০৪:২৭ পূর্বাহ্ন
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা ন্যাপের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে এক যুক্ত বিবৃতিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।
এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, সাম্যবাদী দল জেলা সম্পাদক ধীরেন সিং, ঐক্য ন্যাপ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গণফোরাম জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খান, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধাধণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সাম্যবাদী আন্দোলন জেলা আহ্বায়ক সুশান্ত সিনহা সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা,বাসদ (মার্কসবাদী) জেলা নেতা অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা নেতা প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।
উল্লেখ, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা ন্যাপের সভাপতি ,কেন্দ্রীয় নেতা, প্রবীন রাজনীতিবিদ সৈয়দ আব্দুল হান্নান মঙ্গলবার (৩১আগস্ট) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরসি-০২