ওসমানীনগরের নতুন ইউএনও নীলিমা রায়হানা

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ০১, ২০২১
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
০২:৫০ পূর্বাহ্ন



ওসমানীনগরের নতুন ইউএনও নীলিমা রায়হানা

নীলিমা রায়হানা

সিলেটের ওসমানীনগরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারকে সিলেট সদরে বদলি করা হয়েছে। তার স্থলে ওসমানীনগরের নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন নীলিমা রায়হানা। 

মঙ্গলবার (৩১ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

নীলিমা রায়হানা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত ২২ আগস্ট তাকে বদলি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়।

ওসমানীনগর থেকে বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, আমাকে সিলেট সদরে বদলি করা হয়েছে। ২/১ দিনের মধ্যেই যোগদান করব। তবে ওসমানীনগরবাসীকে কখনও ভুলব না। এলাকার রাজনীতিবিদ, সাংবাদিকসহ সুধীমহল আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


ইউডি/আরআর-১১