প্রতিবন্ধীদের জীবন মানোন্নয়নে কাজ করার আহ্বান

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন



প্রতিবন্ধীদের জীবন মানোন্নয়নে কাজ করার আহ্বান

সরকারের পাশাপাশি সাধারণ মানুষকও প্রতিবন্ধীদের জীবন মানোন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। 

তিনি বলেন, ‘সরকার প্রতিবন্ধী মানুষদেরকে সুস্থ সবল মানুষের মত সকল ক্ষেত্রে অধিকার দিয়ে যাচ্ছে। সেসব অধিকার ভোগ করে স্বচ্ছন্দভাবে এগিয়ে যাচ্ছেন তারা। প্রতিবন্ধী মানুষদের অবহেলার দৃষ্টিতে না দেখে প্রতিবেশি ও আপনজন ভেবে তাদের জীবন মান উন্নয়নে এগিয়ে আসতে হবে।

রবিবার (৩০ আগস্ট) সকালে নগরের জিন্দাবাজারের গ্রীন ডিজঅ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ে প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেট এর পক্ষ থেকে জিডিএফ শিক্ষার্থীদের ব্রেইল পেপার ও ক্রোকারিজ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সভাপতি বায়জিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ, সহ-সভাপতি এ.এইচ.এম ইসরাঈল আহমদ, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইনোভেটর সিলেটের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি, বিশিষ্ট ব্যবসায়ী ওলিউর রহমান, জিডিএফ’র হিসাব রক্ষক ফজলে এলাহী, শিক্ষক রুবিনা আক্তার, রায়হান খান, জিডিএফ’র সাধারণ পরিষদের সদস্য জেসমিন বেগমসহ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান জিডিএফ এর ব্যবস্থাপক স্বপন মাহমুদ ও শিক্ষিকা নমিতা রাণী দে এর হাতে ব্রেইল পেপার ও ক্রোকারিজ সামগ্রী প্রদান করেন।

বিএ-০৬