সিলেটে গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ৩১, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন



সিলেটে গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

সিলেট নগরের চাঁদনিঘাট এলাকা থেকে গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। 

সোমবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম এবং সিনিয়র এএসপি লুৎফর রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরের চাঁদনিঘাট এলাকার সড়কে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মালেক (৪২), মো. মঈনুল ইসলাম (২৯), মো. সোহেল মিয়া (৩০), ফলিক আহম্মদ (৫৫), মো. নুরুজ্জামান (৩৫), মো. নাসির (৩০)।

আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপি-সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সোমেন মজুমদার।

বিএ-০৮