শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ৩১, ২০২১
০১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২১
০১:৪৫ পূর্বাহ্ন



শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

বিকল্প ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের দাবিতে দক্ষিন সুরমায় সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিন সুরমা উপজেলা সংসদ। গতকাল সোমবার দক্ষিণ সুরমার জালালপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের আহ্বায়ক হাছান বক্ত চৌধুরী কাওছারের সভাপতিত্বে ও সদস্য শ্রাবণ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা সংসদের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য আমিনা বেগম, নিজাম উদ্দিন প্রমুখ।

এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। কিন্তু এ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো রোডম্যাপ সরকার তৈরি করতে পারেনি। তাই আমরা দাবি জানাই শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থায় টিকা দিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’

তারা আরও বলেন, ‘করোনাকালে দেশের সাধারণ মানুষের আয় কমেছে। তবে এ সময়েও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন-ফি গ্রহণ করা হচ্ছে। যা অমানবিক।’ অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানান বক্তারা।

বিএ-০৭