লাঙ্গল বিজয়ী হলে গণতন্ত্রের জয় হবে

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ৩১, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন



লাঙ্গল বিজয়ী হলে গণতন্ত্রের জয় হবে
জাতীয়র পার্টি আলোচনা সভায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু

জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, লাঙ্গল বিজয়ী হলে গণতন্ত্রের জয় হবে। পেশীশক্তি দিয়ে বল প্রয়োগ করে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। জিততে হলে জনগণের ভালবাসা আদায় করে নিতে হয়। জাতীয় পার্টির প্রার্থী আতিক জনগণের ভালবাসায় এগিয়ে যাচ্ছেন। ষড়যন্ত্র করে আতিকের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমার বাইপাস্থ আল নূর কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত সাবেক প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, হোসেইন মোহাম্মদ এরশাদ সিলেটবাসীকে ভালবাসতেন। সিলেটের মানুষের প্রতি তার আত্মার টান ছিল। আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক পল্লীবন্ধুর বিশ্বস্থ সহচর ছিলেন। তাই আসন্ন উপ নির্বাচনে আতিককে সিলেটবাসী বিজয়ী করলে সাবেক রাষ্ট্রপতি এরশাদের আত্মা শান্তি পাবে।

তিনি আরও বলেন, সিলেটের উন্নয়নের জন্য আতিক তার সর্বশক্তি নিয়োগ করবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন। ইনশাআল্লাহ লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। সিলেটে এসে আতিকের জনপ্রিয়তা দেখে আপ্লুত হয়েছি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ তিন উপজেলাতেই লাঙ্গলের জয়জয়কার। ৪ তারিখে আতিককে বিজয়ী করে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন।

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব উছমান আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাঠোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিজবাহ, সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী বাবু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এড. মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ, সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাজী বাবুল হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান ও আ ন ম ওহিদ কনা, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির হোসেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দিন খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ প্রমুখ।

বিএ-০৫