সিলেট মিরর ডেস্ক
আগস্ট ৩১, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩১, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী বলেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জবাসীর পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তিগত লোভ-লালসায় নির্বাচনে আসেনি। জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে এসেছি। কখনো ক্ষমতা ও অর্থবিত্তের আসায় কোন দলের কাছে সুযোগ সন্ধানী ছিলাম না।
সোমবার (৩০ আগস্ট) বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর এবং কৈলনপুরে কয়েকটি নির্বাচনী পথ সভা ও উঠান বৈঠকে বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি বলেন, পিতার আদর্শকে লালন করে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করার তাগিদে এই উপ-নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করতে চাই। ইনশাআল্লাহ আমি আশা করি সিলেট-৩ আসনের ভোটাররা আমার সেই ইচ্ছাপূরণে সহযোগিতার হাত বাড়াবেন। আমি কখনো কে কোন দল করেন এই ভেদাভেদ করিনি। সব সময় দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করেছি। সংসদ সদস্য থাকা কালে দক্ষিণ সুরমা, ফেঞ্চুবাসীর উন্নয়নে যা করেছি, তা বিবেচনার দায়িত্ব আপনাদের। আমার বিশ্বাস দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সচেতন নাগরিক সমাজ সেটা বিবেচনা করবেন।
শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
এসময় তার সঙ্গে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
বিএ-০৩