ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২১
১১:১৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২১
১১:১৫ অপরাহ্ন
সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তার সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট-৩ আসনের নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী জোনায়েদ মোহাম্মদ মিয়া। সোমবার (৩০ আগস্ট) বিকেলে সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তার সম্পাদক এস এম মামুনুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ কংগ্রেস পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, কংগ্রেস পার্টির প্রার্থী জোনায়েদ মোহাম্মদ মিয়া, সিলেট বিভাগীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউর রশিদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তাহের উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার রশিদ, দপ্তর সম্পাদক তুষার রহমান, কেন্দ্রীয় সদস্য খোন্দকার মিজানুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা শহিদুল ইসলাম দুলদুল ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বদরুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন, কংগ্রেস পার্টির হবিগঞ্জ জেলার আহ্বায়ক নোমান হেসেন, সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ওমর গনি শামিম, কানাইঘাট থানার আহ্বায়ক কামাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক কামরুল ইসলাম, বালাগঞ্জ থানার আহবায়ক আমিনুল হক হৃদয় ও সদস্য আদই আলী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক মো. বদরুল আমীন, বার্তা সম্পাদক শহীদ আহমদ চৌধুরী, সাংবাদিক আর কে দাস চয়ন ও আব্দুল্লাহ আল নোমান।
এসএ/আরআর-০৫