কানাইঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি


আগস্ট ৩০, ২০২১
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩০, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন



কানাইঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু

কানাইঘাটের বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামে বজ্রপাতে জিয়াউল হক নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রায়পুর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে।

জানা যায়, রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রায়পুর গ্রামের দক্ষিনে হাওরে জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টিসহ বজ্রপাত হলে জিয়াউল হক মাছ ধরা অবস্থায় মারা যান। 

হাওরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে জিয়াউল হকের মৃত্যুর সংবাদ কয়েকজন কৃষক তার বাড়ীতে জানান। পরে তার লাশ স্বজনরা উদ্ধার করেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন জানিয়েছেন, জিয়াউল হকের শরীরের বিভিন্ন স্থানে ব বজ্রপাতের দগ্ধ জখমের চিহ্ন রয়েছে। কানাইঘাট থানায় অপমৃত্যু মামলা দায়ের করার পর জিয়াউল হকের লাশ দাফন করা হয়েছে।

এমআর/বিএ-০৭