নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩০, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের বিশেষ অভিযানে ৭ প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খানের নেতৃত্বে এবং সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরের চৌহাট্টা ও নয়াসড়ক এলাকার ৭ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ ৪৫ হাজার ৩১৪ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়।
অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান স্ব উদ্যোগে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
অভিযানে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
বিএ-০৬