স্বর্ণ পদক পেল রোজেমকো ফুডস্ লিমিটেড

বালাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৯, ২০২১
১১:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
১১:৪০ অপরাহ্ন



স্বর্ণ পদক পেল রোজেমকো ফুডস্ লিমিটেড

মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, রপ্তানি এবং মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে ইউরো ফুডস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রোজেমকো ফুডস লিমিটেড স্বর্ণ পদক লাভ করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার (২৯ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোজেমকো ফুডস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ সেলিম হোসেন এমবিই’র হাতে স্বর্ণ পদক ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরও বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

জানা গেছে, শাহ সেলিম হোসেনের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার কাজিপুর গ্রামে। শাহ মাসুক আলী ও ফরিদা বেগম দম্পতির ৫ ছেলে ও ৪ মেয়ের মধ্যে শাহ সেলিম হোসেন সবার বড়। ইউরো ফুডস লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন শাহ সেলিম হোসেনের ছোট ভাই শাহ জাহান। তাদের তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। শাহ সেলিম হোসেন ও শাহ জাহানের পরিবার এলাকার উন্নয়ন ও আর্তমানবতার সেবায় অনন্য ভূমিকা পালন করে আসছেন। 

রোজেমকো ফুডস লিমিটেড মৎস্য ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে বিবেচ্য বছরে ১২ হাজার ১০১.০৬ লাখ টাকা ব্যয় করে ১ হাজার ২৪০ মেট্রিক টন মাছ রপ্তানি করে ১২ হাজার ৪১.০৬ লাখ টাকা আয় করেছে। মূল্যায়ন বর্ষে প্রতিষ্ঠানটির কনসাইনমেন্ট সংখ্যা ১০৪টি এবং কোনো পণ্যের কনসাইনমেন্ট প্রত্যাখাত হয়নি। প্রতিষ্ঠানটিতে মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনে হ্যাসাপ অনুসরণ করা হয়। রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে রেপিড এলার্ট জারি হয়নি। প্রতিষ্ঠানে সার্বক্ষণিক ২০০ জন এবং খণ্ডকালীন ১০০ জনসহ মোট ৩০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে অনন্য অবদান রেখেছে। 

মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ও মৎস্য সম্পদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিষ্ঠানটিকে জাতীয় মৎস্য পদক প্রদান করে।

ইউরো ফুডস লিমিটেডের চেয়ারম্যান শাহ সেলিম হোসেন এমবিই বলেন, রোজেমকো ফুডস লিমিটেডের মাধ্যমে খুলনা অঞ্চল থেকে চিংড়ি, হরিনাসহ মৎস্য ও মৎস্যজাত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। আমাকে স্বর্ণ পদক প্রদান করায় আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৯৯১ সালে ২০ পাউন্ড পুঁজি নিয়ে আমি ইউরো ফুডস প্রতিষ্ঠা করি। দেশে এবং দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারছি, এ জন্য নিজেকে গর্বিত মনে করছি।


এসএ/আরআর-০৪