নগরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খাবার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৯, ২০২১
০৪:৪৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
০৪:৪৮ পূর্বাহ্ন



নগরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাতে সিলেট রেলওয়ে ষ্টেশন এলাকায়  সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে খাবার বিতরণ করা হয়। 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি পংকি মিয়া জালালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সমাজ কল্যান সমিতি ইউ কে-এর সভাপতি সেলিম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ডা. ইসলাম উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম খালেদ।

বক্তব্য দেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি রুহুল আমীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক দাহিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিনুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ কাজী  প্রমুখ ।

আরসি-০১