সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৯, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করেছে সিলেটে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা।
শনিবার (২৮ আগস্ট) বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাছানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, দপ্তর সম্পাদক সন্দীপ দেব প্রমুখ।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, মহানগরের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার।
এসময় বক্তারা বলেন, ‘যুব সমাজ তথা বাংলাদেশের সাধারণ মানুষের সকল লড়াই সংগ্রামে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই যুব ইউনিয়ন ছিল সামনের কাতারে। আজ আমরা যে সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি তখন দেশ এক গভীর সঙ্কটে। করোনায় দেশের এক কোটির বেশি যুবক বেকার হয়েছেন। সাধারণ মানুষের আয় কমেছে। কিন্তু সরকারের সাধারণ মানুষকে নিয়ে কোনো পরিকল্পনা নেই। উল্টো করোনাকে পুঁজি করে দেশে মহালুটপাট অনুষ্ঠিত হয়েছে।’
বক্তারা আরও বলেন, ‘আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দাবি জানাই দেশের বেকার যুবকদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রনোদনা ও ঋণ সহায়তার মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে যুবকদের সহায়তা করতে হবে।’
এসময় যুবকদের কর্মসংস্থানের দাবিতে ও স্বৈরাচার-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে দেশের সব মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিএ-০৭