শ্রমিকনেতা আব্দুর রহমান আর নেই, দাফন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ২৮, ২০২১
১১:১১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
১১:১১ অপরাহ্ন



শ্রমিকনেতা আব্দুর রহমান আর নেই, দাফন সম্পন্ন

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর চট্ট-১৯০৯) জননন্দিত শ্রমিকনেতা মো. আব্দুর রহমান আর নেই। শনিবার (২৮ আগস্ট) সকালে তিনি মারা গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন মো. আব্দুর রহমান। শনিবার ভোরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শ্রমিকনেতা মো. আব্দুর রহমানের মৃত্যুতে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের সকল পাথর ইউনিটে ১ দিনের জন্য পাথর লোড-আনলোড বন্ধ ঘোষণা করে বিকেল সাড়ে ৫টায় নিজপাট ইউনিয়নের টিলাবাড়ী শাহী ঈদগাঁ মাঠে নিহতের জানাযায় অংশগ্রহণ করেন নেতা ও শ্রমিকরা। জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মো. আব্দুর রহমানকে দাফন করা হয়। 

শ্রমিকনেতা মো. আব্দুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংঘঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমের রুহের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা। 


আরকে/আরআর-০৫