ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২১
১০:৩১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২১
১০:৩১ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে 'বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মোমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ফেঞ্চুগঞ্জে মাছের ঘাটতি পূরণে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় উপজেলায় এখনও মাছের ঘাটতি রয়েছে। পুকুর-জলাশয়ে সবাই মিলে মাছ চাষের মাধ্যমে সে ঘাটতি পূরণ করতে হবে।
২৮ আগস্ট থেকে শুরু হওয়া এবারের মৎস্য সপ্তাহ শেষ হবে আগামী ৩ সেপ্টেম্বর। এবারের কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাছে রাসায়নিক প্রয়োগবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্য চাষিদের পরামর্শ ও সেবা প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, উপকরণ বিতরণ, হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের মধ্যে জার্ম প্লাজম বিতরণ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, মাছের ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, আশ্রয়ণ প্রকল্পের পুকুরে মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জের পল্লী উন্নয়ন ও দরিদ্র বিমোচন কর্মকর্তা নিজামুল হক, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, শহীদ আহমদ চৌধুরী, আর কে দাস চয়ন, স্বপ্নীলের প্রতিনিধি জায়েদ আহমদ প্রমুখ।
এসএ/আরআর-০১