বিশ্বনাথে ইয়াবাসহ দুইজন আটক

বিশ্বনাথ প্রতিনিধি


আগস্ট ২৮, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন



বিশ্বনাথে ইয়াবাসহ দুইজন আটক

সিলেটের বিশ্বনাথ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরসভার দুর্যাকাপন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বিশ্বনাথের চিহিৃত মাদক ব্যবসায়ী ছমিরুন বেগম ওরফে ছরি (৪০) ও তার সহযোগী সুমন মিয়া (২৭)। ছমিরুন বেগম ওরফে ছরি দুর্যাকাপন গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আবুল বাশার তুহিনের স্ত্রী ও সুমন মিয়া বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকার রুহেল খানের কলোনির বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অমিত সিংহ, এএসআই রেদুয়ান মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ছরিকে ইতোপূর্বেও মাদকসহ একাধিকবার আটক করেছিল পুলিশ।

ইয়াবাসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এমএ/আরআর-১২