সিলেট স্বেচ্ছাসেবক দলের আরও শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৮, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
০১:৫৮ পূর্বাহ্ন



সিলেট স্বেচ্ছাসেবক দলের আরও শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের পদত্যাগ অব্যাহত রয়েছে। আজ শুক্রবার (২৭ আগস্ট) পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির সিলেট মহানগর শাখার শতাধিক নেতাকর্মী।

নগরের মিরাবাজারে বিকেল ৫টার দিকে এক অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান বক্স রাকু।

দলে মূল্যায়িত না হওয়া, অযোগ্যদের কমিটিতে ঠাঁই দেওয়ার অভিযোগ এনে এসময় পদত্যাগের ঘোষণা দেন- ২১ নম্বর ওয়ার্ডের আহবায়ক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ৬ নম্বর ওয়ার্ডের আহবায়ক আব্দুল হান্নান, ১৯ নম্বর ওয়ার্ডের মাসুক গাজী, ১৭ নম্বর ওয়ার্ডের আহবায়ক বিলাল আহমদ খান, ১০ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ, ১০ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ খান, ২০ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক আকবর হোসেন কয়ছর, ৩ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন আহমদ, ২৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন, ২০ নম্বর ওয়ার্ডের আহবায়ক ফারুক হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মস্তফা কামাল ফরহাদ, শাহজান আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গত ১৭ আগস্ট অনুমোদন দেয় দলটির কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক। কমিটি ঘোষণার পরদিনই বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সামসুজ্জামান জামান পদত্যাগের ঘোষণা দেন। দলের মহাসচিব বরাবর পদত্যাগপত্রও ওই দিন পাঠান তিনি।

জামানের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন ১১ নেতা।এর দুই দিন পর পদত্যাগ করেন বিএনপির সহযোগী সংগঠন তাঁতী দলের তিন নেতা। এরপর গত ২৫ আগস্ট স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী একসঙ্গে পদত্যাগের ঘোষণা দেন।

বিএ-০৫