জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ নৌকা আটক

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ২৮, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন



জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ নৌকা আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি আটক করেছেন ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের জোয়ানরা। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে এগুলো আটক করা হয়।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টায় লালাখাল বিজিবি ক্যাম্পের সদস্যরা সারী নদীর অন্যতম শাখা নদী দরবস্তের লাইন নদীর রামপ্রসাদ এলাকার চিকারখালে স্পিড বোট নিয়ে অভিযান পরিচালনা করে ১৮ কার্টন ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়িসহ ইঞ্জিনচালিত নৌকা আটক করে ক্যাম্পে নিয়ে যান। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক লালাখাল ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইঞ্জিনচালিত নৌকাসহ ১৮ কার্টন বিড়ি আটক করা হয়েছে। 


আরকে/আরআর-১০