ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২১
১১:৩১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২১
১১:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে 'অপহৃত' এক কিশোরীকে (১৫) উদ্ধার ও দুইজনকে আটক করেছে ওসমানীনগর থানার পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ইছামতি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীচর গ্রামের আব্দুল হোসেনের ছেলে আল আমিন (১৮) ও একই এলাকার মুতিয়ারগাঁও গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে বাবুল মিয়া (২০)।
একাধিক সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করছিলেন আল আমিন ও বাবুল মিয়া। সেই সুবাদে পাশের বাড়ির ওই কিশোরীর সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে সবার অগোচরে আল আমিন ও বাবুলসহ কয়েকজন ওই কিশোরীকে ফুসলিয়ে ওসমানীনগরে নিয়ে আসেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আল আমিন ও বাবুল মিয়া ওই কিশোরীকে নিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে তারা মূল ঘটনা স্বীকার করলে তাদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে কিশোরীসহ আল আমিন ও বাবুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে কিশোরীর বাবা ওসমানীনগর থানায় পৌঁছে এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখসহ মোট ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আটক দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইউডি/আরআর-০৫