গোয়াইনঘাট প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে।
ধৃত যুবক উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপপরিদর্শক (এএসাই) দিবাস চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব কুড়িনদী ঘাট সংলগ্ন পাড় হতে ৯৫ বোতল ভারতীয় মদসহ নাজিম উদ্দিনকে আটক করা হয়।
ভারতীয় মদসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সিলেটের অন্যান্য থানা এলাকার মতো গোয়াইনঘাট থানায়ও চলছে মাদকবিরোধী অভিযান। এরই ধারাবাহিকতায় ৯৫ বোতল ভারতীয় মদসহ নাজিম উদ্দিন নামের এক যুবককে টিম গোয়াইনঘাট আটক করে। ধৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।