নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন
সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি বরখাস্ত উপপরিদর্শক (এসআই) মো. হাসান উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভার্চ্যুয়াল শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন সিলেট মহানগর দায়রা জজ আদালত।
আসামিপক্ষের আইনজীবীরা আজ জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক মো. আবদুর রহিম এক আদেশে জামিন নামঞ্জুর করেছেন।
হাসান বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সেকেন্ড-ইন-কমান্ড (টুআইসি) পদে ছিলেন। ফাঁড়ির সিসিটিভির ফুটেজ গায়েব করার অভিযোগে তাকে মামলার আসামি করা হয়।
এ বিষয়েমহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী বলেন, ‘আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আদালতকে বলেছি যে অভিযোগপত্রভুক্ত আসামি হাসান ঘটনার সিসিটিভি ফুটেজ নষ্ট করেছেন। সরকারি হার্ডডিস্কে যেসব তথ্য সংরক্ষিত ছিল, তা বিনষ্ট করেছেন। মামলার আলামত গায়েব করে প্রধান আসামি এসআই আকবরকে সহযোগিতা করায় হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হয়েছেন। মামলাটিতে শুধু পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ নয়, দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। বিচারপ্রক্রিয়ায় থাকা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিকে জামিন দেওয়া হলে বিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকবে। এসব যুক্তি উপস্থাপন করায় আদালত জামিন নামঞ্জুর করেছেন।’
বিএ-১৮