ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে দুই সন্তানের জনক লিটন মিয়া (৫৫) হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আর্জি জানালে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হলেন- উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ময়নূল হক ও জিয়াউল হক এবং লতিব মিয়ার পুত্র রুবেল মিয়া।
জানা যায়, চলতি বছরের ৮ মে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর গ্রামের লিটন মিয়ার ওপর অতর্কিত হামলা চালান তারই প্রতিবেশী ফয়জুল ও ময়নূলরা। পরে আহত লিটন মিয়াকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় গত ১২ মে নিহত লিটন মিয়ার ছোটবোন সালমা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
এদিকে, আহত লিটন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১১ মে তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে তার মৃত্যু হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. রহমত আলী জানান, লিটন হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকায় বিজ্ঞ বিচারক জামিনের আবেদন খারিজ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
ইউডি/আরআর-১১