ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে একটি বৃহৎ ওষুধ বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সঙ্গে যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে গোয়ালাবাজারস্থ একটি অভিজাত হোটেলে ওলিমা মেডিসিন কর্নার অ্যান্ড মেডিসিন কোম্পানির উদ্যোগে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও কবি শিকদার মোহাম্মদ কিবরিয়া।
মোছা. নুরুন্নেছা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও ফারিয়া’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ ও ফারিয়া’র ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ মৃধা।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন, ওলিমা মেডিসিন কর্নার অ্যান্ড মেডিসিন কোম্পানির সত্ত্বাধিকারী এইচ এম রায়হান আহমদ, ফারিয়া’র যুগ্ম-সম্পাদক মোজাম্মিল হক, সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আল মামুন, অর্থ সম্পাদক ফরহাদ আহমেদ ও প্রচার সম্পাদক আনহার আহমেদ।
পরামর্শ সভায় বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. উমর ফারুক, সুবীর কুমার বিশ্বাস, আজিজুর রহমান, হেলাল উদ্দিন, বিপুল বিভুতী রায়, রাহুল আমীন, আবু জিহাদ, রফিকুল ইসলাম, শাহাবুদ্দিন সোহান, ওয়াহিদুজ্জামান, মোশাররফ হোসেন, আনছার আহমেদ, মিজানুর রহমান, সবুজ মিয়া, বিশ্বজিৎ চন্দ্র, সুজন কুমার, সাজিদুর রহমান, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, জাহিদ হোসেন, রিপন মিয়া প্রমুখ।
ইউডি/আরআর-১০