নগরে আরও তিন স্থানে এডিসের লার্ভা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৭, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৭, ২০২১
১২:২৬ পূর্বাহ্ন



নগরে আরও তিন স্থানে এডিসের লার্ভা, জরিমানা
সিসিক’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেট নগরে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) আরও ৩ স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই তিন প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ডেঙ্গুর উৎসস্থল চিহ্নিত করার অভিযানে এখন পর্যন্ত মোট ১৪টি জায়গা শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সিসিক।

সিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দক্ষিণ সুরমার ক্বীনব্রিজ সংলগ্ন এলাকায় খোলা আকাশের নীচে স্যানেটারি পণ্যের পসরায় ডেঙ্গু মশা এডিসের লার্ভার সন্ধান মিলে। তারা বেআইনিভাবে দোকানের সামনে খোলা আকাশের নিচে স্যানেটারি পণ্য সাজিয়ে রেখেছিল। তাদের অবহেলার কারণে পানি জমে এডিসে উৎসস্থলে পরিণত হওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া পণ্যগুলো এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় গত কয়েকদিন ধরে নগরে অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার অভিযানে নগরের ক্বীনব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে স্যানিটারির দোকানের মালামালে এডিসের লার্ভা পাওয়া যায়। এর আগেও এই এলাকায় লার্ভা খুঁজে পায় সিসিক।

গত মঙ্গলবার নগরের আরও তিনটিসহ মোট ১১টি স্থানে এডিসের লার্ভা খুঁজে পাওয়ার তথ্য দিয়েছিল সিসিক। এর মধ্যে লামাবাজারস্থ নির্মাণাধীন হাবিব টাওয়ার, হাওয়াপাড়াস্থ সিলসিলা নার্সারি ও সিলভ্যালী টাওয়ারের গ্যারেজ। দক্ষিণ সুরমার ক্বীনব্রিজ এলাকায় এর আগেও লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা।

ডা. মো. জাহিদুল ইসলাম জানান, এ পর্যন্ত নগরে ১৪ টি স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে। নগরজুড়ে ডেঙ্গু মশার উৎসস্থল চিহ্নিত ও ধ্বংসে অভিযান চলমান থাকবে।

এদিকে, সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীকে বাসা-বাড়ির ভেতরে ফুলের টব, এসির জমানো পানি, নারিকেলের খোসা, টায়ার-টিউব কিংবা টিনের কৌটা, নির্মাণাধীন ভবন, সরকারি-বেসরকারি ভবনের ছাদে পরিষ্কার যেনো জমে না থাকে সে ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। 

এছাড়া ভ্রাম্যমাণ আদালত নগরের মেন্দিভাগ এলাকার ঈশিতা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির জন্য ভোক্তা অধিকার আইনে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

বিএ-১৫