নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২১
০৬:০৪ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমায় নিখোঁজ তিন শিক্ষার্থীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পড়ালেখা চাপ সইতে না পেরে তারা পালিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে। তিন শিশুকে উদ্ধার করা মোগলাবাজার থানায় উপপরিদর্শক শাহীন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত ২০ আগস্ট ঢাকার কেরানীগঞ্জ থানার মান্দাইল এলাকা থেকে রুহান ও সবুজবাগ থানার বউবাজার এলাকা থেকে অন্য দুই শিশুকে উদ্ধার করা হয়। তারা সেখানে ছোট্ট দুটি রেস্টুরেন্টে কাজ করছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। সিলেটে নিয়ে আসার পর শিশুদেরকে তাদের পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই ও ৩ আগস্ট দুই দফায় তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ ৩ শিক্ষার্থীর নাম সাজ্জাদ মিয়া (১৬), রুহান আহমেদ (১৭), নাহিম আহমেদ (১৫)। তারা দক্ষিণ সুরমার জালালপুর এলাকার আল্লামা আব্দুল মুকিত মঞ্জলালী একাডেমির হিফজ শাখার ছাত্র।
রুহান ও নাহিম ৩১ জুলাই সকালে মাদরাসা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ১ আগস্ট মোগলাবাজার থানায় সাধারণ ডায়রি করেন মাদরাসার অধ্যক্ষ মো. হাফিজুল ইসলাম। ৩ আগস্ট তাদেরই সহযোগিতায় সাজ্জাদ মিয়া বাড়ি থেকে মাদরাসায় ফেরার পথে পালায়। এ ঘটনায় ৮ আগস্ট সাজ্জাদের বোন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রি করেন।
মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ‘তাদের পড়ালেখা ভালো লাগে না। মাদরাসায় পড়ার চাপ বেশি। এজন্য একসঙ্গে পরিকল্পনা করে তারা পালিয়েছিল।’
তিনি আরও জানান, তাদের মধ্যে রুহান একদিন বাড়িতে কল দিয়ে সবার খোঁজ খবর নিয়েছিল। সেই ফোনের ক্লু ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা তাদের খোঁজে বের করেছি। কেরানীগঞ্জ ও বউবাজার থেকে উদ্ধার করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ওরা নিজেরা পরিকল্পনা করেই পালিয়েছিল। পালিয়ে তারা জীবিকার তাগিদে কেরানীগঞ্জের চাকরি নেয়। মোগলাবাজার থানার একটি দল তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করেছে।’
এসএইচ/বিএ-১৪