শাবিপ্রবির শিক্ষার্থী সিনথিয়ার জীবন বাঁচাতে মানবিক আবেদন

শাবি প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২১
০৯:২১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
০৯:২১ অপরাহ্ন



শাবিপ্রবির শিক্ষার্থী সিনথিয়ার জীবন বাঁচাতে মানবিক আবেদন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া কোলন ক্যন্সারে আক্রান্ত। তিনি বাংলা বিভাগের ( ২০১৩-১৪ সেশন) শিক্ষার্থী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) চিকিৎসাধীন রয়েছেন। 

সিনথিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন সুচিকিৎসা । এতে ৩০ লক্ষ টাকা প্রয়োজন । কিন্তু তার মধ্যবিত্ত পরিবারের একার পক্ষে তা বহন করা সম্ভব নয়।

ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই পরিবারের লোকজন টাকার জন্য হিমশিম খেতে হচ্ছে। এখন সে ৩য় স্ট্যাজে আছে। তাই সিনথিয়ার সম্ভাবনাময় জীবনটা ফিরে পেতে সহযোগিতা চেয়েছেন তার পরিবার। সিনথিয়াকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ

Account No- 563 250 2000 792 । সোনালি ব্যাংক লিমিটেড 

ব্রাঞ্চের নাম -শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। 

Routing No-200913076, বিকাশ/নগদ/ রকেট– 01773 39 57 50ে

এইচ এন/বি এন-১১