সিলেট মিররের প্রধান বার্তা সম্পাদকের মায়ের মৃত্যুতে বারাকা গ্রুপের শোক

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৬, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন



সিলেট মিররের প্রধান বার্তা সম্পাদকের মায়ের মৃত্যুতে বারাকা গ্রুপের শোক

দৈনিক সিলেট মিরর-এর প্রধান বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জিয়াউস শামস শাহিনের মাতা জিয়াউন নেছা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বেসরকারি খাতে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা গ্রুপ। 

আজ বুধবার (২৫ আগস্ট) এক শোকবার্তায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী এ শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ (বুধবার) সকাল ৬টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফুলবাড়ি বড় মোকাম ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 


এএফ/০৪