বালাগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকেলে বালাগঞ্জ সদরস্থ এম এ খান অডিটরিয়ামে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জন্য এক কলঙ্কময় দিন। একদল বিপথগামী পাক হায়েনার প্রেতাত্মা তথা সেনাবাহিনীর একটি চক্রান্তকারী চক্র সপরিবারে হত্যা করে বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বঙ্গবন্ধু ৪৭, ৫২, ৬৯, ৭০সহ বিভিন্ন সময়ে মৃত্যুর দ্বার হতে বার বার ফিরে এসেছিলেন উল্লেখ করে বক্তারা বলেন, ৭১-এ পাকিস্তানি হায়েনারা যা করতে পারেনি, সেই কাজটিই অত্যন্ত ঠান্ডা মাথায় ও পূর্বপরিকল্পিতভাবে সম্পাদন করেছে পাপিষ্ঠ ঘাতকরা। ওরা মানুষ নামে হায়েনার দল, ওরা শয়তানের প্রেতাত্মা, ওরা জঘন্য। ওরা বিপথগামী হিংস্র জানোয়ারের দল। একদিন বঙ্গবন্ধু যে আঙুল উঁচিয়ে বাঙ্গালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, সেই স্বাধীন বাংলাদেশে তার আঙুল চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় ঘাতকরা ধানমন্ডির ঐতিহাসিক সেই ৩২ নম্বর বাড়িতে। আর কোনোদিন ওই আঙুল আমাদের প্রেরণা দিতে আসবে না, দেবে না মুক্তির বারতা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল চন্দ্র গুহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, উপ-প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিলেট মহানগরের সভাপতি আফতার হোসেন খাঁন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান। যৌথভাবে শোক সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সাধারণ হুসাইন আহমদ ও সাবেক ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার। শোক সভা শুরুর পূর্বে বালাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার নিয়ে খন্ডে খন্ডে নৌকার স্লোগান তুলে নেতৃবৃন্দ শোক সভাস্থলে উপস্থিত হন। এতে সিলেট জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/আরআর-০৮